কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের তিন সদস্যের স্কলার প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন।
রবিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পে অবস্থান করেন তারা।
টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ/১ ব্লক ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দল ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে বিকেলের দিকে প্রতিনিধি দল চাকমারকুল ক্যাম্প ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন