চলতি অর্থ বছরের (২০২১- ২০২২) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার ও ইনোভেশন আইডিয়া বাস্তবায়ন পুরস্কার পেয়েছেন খাদ্য অধিদফতরের জেলা পর্যায়ের তিন কর্মকর্তা। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের ‘শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ কার্যক্রম’ বিষয়ে পুরুস্কার পেয়েছেন সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি-ফুড) সাইফুল ইসলাম, ‘এলএসডির খামাল ব্যবস্থাপনা মনিটরিং’ বিষয়ে কুষ্টিয়ার ডিসি-ফুড সুবীর নাথ চৌধুরী এবং ‘স্টিল স্ট্রাকচার ম্যাকানিক্যাল ট্রাক স্কেল আধুনিকায়ন’ বিষয়ে পুরস্কার পেয়েছেন শেরপুরের ডিসি-ফুড মোঃ আল ওয়াজিউর রহমান। সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুরুস্কার প্রাপ্তদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার। মন্ত্রিপরিষদ বিভাগের ইনোভেশন আইডিয়া বাস্তবায়নের শতভাগ সফল হওয়ায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।
খাদ্য সচিব ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শুদ্ধাচার পুরুস্কার পান খাদ্য মন্ত্রণালয়ের অপর তিন কর্মকর্তা। এরা হলেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা শেখ সাইফুল্লাহ এবং অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল করিম মিয়া।
বিডি প্রতিদিন/এএ