২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে দেশে বিলাসবহুল পাখি আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ২০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এসব বিলাসবহুল পাখি আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পাখিগুলো বিলাসবহুল বিধায় আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।
২০২২-২৩ অর্থ-বছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বিডি প্রতিদিন/আরাফাত