ছয় দফা দাবি নিয়ে ১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। আজকের কর্মসূচির অংশ হিসেবে তারা ‘ বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘বিসিএস নন-ক্যাডার নিয়োগে আগের নিয়ম বহাল চাই’ লেখা টি-শার্ট পরিধান করে প্রতিবাদ জানাচ্ছেন।
রবিবার দুপুর ১২টা থেকে তারা পিএসসির গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মাধ্যমে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকন গণমাধ্যমে জানান, আমরা লাগাতার ১২ দিন ধরে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত পিএসসির কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে আমদের সঙ্গে পিএসসির এই অবিচার মেনে নেওয়া হবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই—আমাদের দাবি না মানা হলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লং-মার্চ কর্মসূচি ঘোষণা করবো৷
বিডি প্রতিদিন/এএ