স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী রবিবার দুপুর ১ টা ৬ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।
বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি তাঁকে স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় সন্তান ও নাতি-নাতনিরা তার কাছেই ছিলেন।
রবিবার সন্ধ্যায় কাকরাইলে অবস্থিত রমনা ক্যাথিড্রাল চার্চে স্বজন, পরিজন ও গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ব প্রার্থনা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। আজ সোমবার পাবনার আতাইকুলা চার্চে প্রার্থনা শেষে হেমায়েতপুরের অ্যাস্ট্রাস খামার বাড়িতে স্যামসন এইচ চৌধুরীর পাশে তাকে সমাহিত করা হয়।
অনিতা চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধর্মীয়, সামাজিক উন্নয়ন, নারী শিক্ষা, নারী উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নানামুখী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুর হক টুকু, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলসহ দেশের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন