জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিপীড়িত বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র শহরকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নন। প্রধানমন্ত্রী এমনভাবে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন যেন গ্রামে বসেই শহরের সকল নাগরিক সুবিধা পাওয়া যায়। তার কৌশল ও দক্ষতাবলেই আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের পথে অগ্রসর হচ্ছি।
সোমবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬-এর উপকারভোগীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, স্থানীয় কাবিলপুর লালদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা।
পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১৫নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাজু।
ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বিশ্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। শতভাগ বিদ্যুতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের সুফল দেশের জনগণ ভোগ করছে এবং দেশের অর্থনীতিও আজ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৩ বছর রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের চাওয়া পাওয়াকে তুচ্ছ করে বাঙালির অধিকার ও দাবি আদায়ে ব্রত থেকেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বগুণে সমগ্র বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে, পীরগঞ্জেও একই ধারাবাহিকতায় উন্নয়ন হচ্ছে। এ সময় তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য সবার প্রতি আহবান জানান।
পরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত হয়ে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত 'মহাকাব্যিক মুজিব' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় রংপুর জেলার জেলা প্রশাসক আসিফ আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত