শিরোনাম
৯ মার্চ, ২০২৩ ১১:৪৪

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

অনলাইন প্রতিবেদক

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢামেক পরিচালক।

এ সময় ঢামেক পরিচালক জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে পাঁচজন ছাড়পত্র নিয়ে বাসায় চলে গেছেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ২০ জন এবং হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ১১ জন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর