২৬ মে, ২০২৩ ২১:৫০

করোনা থেকে সুস্থ মির্জা ফখরুল, ফিরেছেন বাসায়

অনলাইন ডেস্ক

করোনা থেকে সুস্থ মির্জা ফখরুল, ফিরেছেন বাসায়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

করোনা থেকে সুস্থ হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় রয়েছেন। আজ শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা মুক্ত হয়ে স্কয়ার হাসপাতাল থেকে বাসায় গেছেন। এখনো শারীরিক দুর্বলতা রয়েছে তার। তবে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

এবার তৃতীয়বারের মতো এবার করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজধানীতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল করোনা টিকার চারটি ডোজ সম্পন্ন করেছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর