ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে বুধবার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চার্লস হোয়াইটলির সঙ্গে টানা ১ ঘণ্টা বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের অর্থনীতি ও মানবাধিকারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোন না কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার ও জাপানি রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছে বিএনপি।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        