২০ আগস্ট, ২০২৩ ১৩:১৯

তিন দিনের সফরে ভারতে গেলেন জি এম কাদের

অনলাইন ডেস্ক

তিন দিনের সফরে ভারতে গেলেন জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি

তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

আজ রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা করেন তিনি। 

সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ দেলোয়ার জালালী। 

সংসদ নির্বাচনে জাপার অবস্থান, অংশগ্রহণ এবং জোট গঠনসহ রাজনৈতিক ইস্যু এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে জিএম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারত সফরকালে বিজেপির নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রী পর্যায়ে সাক্ষাৎ হতে পারে জিএম কাদেরের। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর