১৭ জানুয়ারি, ২০২৪ ২১:৩৮

মেঘনা থেকে বালু তুলতে পারবেন না সেলিম খানের ভাইও : হাইকোর্ট

অনলাইন ডেস্ক

মেঘনা থেকে বালু তুলতে পারবেন না সেলিম খানের ভাইও : হাইকোর্ট

ফাইল ছবি

চাঁদপুরের মেঘনা নদী থেকে আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের ভাই বোরহান খানকে বালু তোলার অনুমতি দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে মেঘনা নদী থেকে সেলিম খানের ভাইও বালু তুলতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আদালতে বোরহান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

১৫ জানুয়ারি চাঁদপুরের মেঘনা নদী থেকে বোরহান খানকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আদেশ দেন হাইকোর্ট। 

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর