১০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৩

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনা নগরীর বয়রা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাব্বি, আশরাফুল ও মামুন নামের ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ৫তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এরমধ্যে মৃত রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়।  তিনজন ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর