মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশ করা কবে।
আজ দুপুরে এ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন।
তিনি বলেন, ‘আজ দুপুরে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।’
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি।
ফলাফল জানা যাবে যেভাবে
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। তাছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায়ও ফল জানিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ