নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন। আমাদের কোনো ফেবারিট নেই। আমাদের কোনো পক্ষ নেই। আমরা একটাই পক্ষ। সুষ্ঠুতার পক্ষ। মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেয়ার পক্ষ। মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা দলের কাছে নয়।
আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস মতবিনিময় সভার আয়োজন করে।
নির্বাচন কমিশনার বলেন, মানুষের ক্ষমতা যখন মানুষের কাছে থাকবে। তখন ১৮ কোটি মানুষকে নিয়ে কোন ছেলে খেলা নয়। মানুষের ক্ষমতা কেড়ে নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত করে ফেলা হয়। তাহলে ব্যক্তি এবং গোষ্ঠীকে খুব সহজে কেনা যায়। মানুষকে এত সহজে কেনা যায় না। একটা সময় এসেছে আপনারা আপনাদের শাপ মোচন করতে পারেন। তওবা করেন। আমরা সেই ইনভায়রনমেন্ট তৈরি করবো আমরা। তারপরেও যদি কেউ ভিন্ন কিছু ভাবেন বা ভিন্ন মত ভাবেন ভিন্নপথ দেখেন তাদের জন্য যা করা দরকার তাই করা হবে। সন্দেহাতীত ভাবে।
নির্বাচন কমিশনার বলেন, এই ভোটটা হচ্ছে আমার জাতি হিসেবে প্রতিজ্ঞার প্রতিফলন, এই ভোট হচ্ছে একটা সামষ্টিক ইচ্ছার প্রতিফলন। ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত। একটা ভোটের মাধ্যমে আমরা সমাজে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে পারি। যদি ভোটটা স্বচ্ছ ও সুন্দর হয়। আমাদের মনে রাখতে হবে একটি খারাপ নির্বাচন হলে এর সাথে সম্পৃক্ত সকল ব্যাক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়। অতীতে যদি খারাপ নির্বাচন হয়ে থাকে আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবো, যে আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ন আছে না ভুলুণ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো.সাবেত আলীর সভাপতিত্বে, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল