এবার একটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা এস ডি রুবেল। স্বনামধন্য রঙধনু গ্রুপের অ্যম্বেসেডর হিসেবে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং, প্রমোশনিং ও ডেভেলপিং কার্যক্রম পরিচালনা করবেন তিনি। এর পাশাপাশি টিভি ও স্টেজে মিউজিক পারফর্ম করছেন এই শিল্পী। ঈদে তার গানের দুটি অডিও অ্যালবাম প্রকাশ হবে। এ ছাড়া শীঘ্রই নতুন দুটি চলচ্চিত্রে অভিনয় শুরু করছেন তিনি। ২০১০ সালে এস ডি রুবেল অভিনীত প্রথম ছবি 'এভাবেই ভালোবাসা হয়' মুক্তি পেয়ে ব্যবসা সফল হয়। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। একক ও মিঙ্ড মিলিয়ে প্রায় সাড়ে চারশ গানের অ্যালবাম প্রকাশ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেলের।