রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

লাঠি মিছিল নিয়ে রাজপথে মহিউদ্দিন চৌধুরী

জামায়াতের সন্ত্রাস তাণ্ডবের প্রতিবাদে চট্টগ্রামে বিশাল এক লাঠি মিছিল করেছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। বিজয় মেলার শ্রমিক স্কোয়াডের নেতৃত্বে এই লাঠি মিছিলে সহস াধিক শ্রমিক অংশ নেন। মেলা পরিষদের সামনে থেকে মিছিলটি প্রেসক্লাব হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে এ মিছিলে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, শ্রমিক নেতা আবদুল আহাদ, মাহবুবুল হক এটলী, মোহাম্মদ ইউনুছ, আবুল হোসেন আবু প্রমুখ। এর আগে মেলা মঞ্চে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বিজয় মেলা মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। মুক্তিযোদ্ধা অমল মিত্রের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন পেশাজীবী সমন্বয় পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনতোষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা ইউনুছ প্রমুখ।

আলোচনায় ড. অনুপম সেন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির সন্ত্রাস সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

 

 

সর্বশেষ খবর