মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবন রক্ষায় বিক্ষোভ পদযাত্রার কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা অবিলম্বে ‘সুন্দরবন বিনাশী’ রামপাল বিদ্যুেকন্দ্রের চুক্তি বাতিলের দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কমিটির নেতারা ঘোষণা করেন, আগামী ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ, সারা দেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ১৯ থেকে ২৬ জুলাই ঢাকা ও সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে পদযাত্রা-সমাবেশের কর্মসূচি পালন করা হবে।

তারা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এই বিদ্যুেকন্দ্র নির্মাণের চুক্তি বাতিল করাতে বাধ্য করবেন বলে জানান। সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সংগঠক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি তোপখানা হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর