নরসিংদীতে ছিনতাইকারীর গুলিতে গ্রামীণফোনের বিক্রয়কর্মী রাসেল সরকার (২৬) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় জেলার শিবপুর উপজেলার খৈনকুট এলাকায় ছিনতাইকারীদের গুলিতে তিনি আহত হন। ওই সময় তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও মোবাইল সেট লুট করে নেয় দুর্বৃত্তরা। রাসেল সরকার নরসিংদী শহরের বীরপুরের হানিফ মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাসেল সরকার প্রতিদিনের মতো গতকালও শিবপুর উপজেলার চাঁদপাশা বাজারের বিভিন্ন মুঠোফোন দোকানদারের কাছে ফ্লেক্সিলোড ও সিম বিক্রি করেন। তিনি প্রায় ২ লাখ টাকা নিয়ে শিবপুরের দিকে যাচ্ছিলেন। খৈনকুট নামক স্থানে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় তিনজনের ছিনতাইকারী দলটি তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর আশপাশের লোকজন গুলিবিদ্ধ রাসেলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে রাসেল সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বীরপুরের বাড়িতে। তার বাবা হানিফ মিয়া বলেন, রাসেল বিবাহিত। তার সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে। ছিনতাইকারীরা শুধু রাসেলকে হত্যা করেনি সেই সঙ্গে তার স্ত্রী-সন্তানকেও হত্যা করেছে। এখন তার স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ কী হবে? শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাসেল সরকার তলপেটে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যাতায়াতের পথ বিশ্লেষণে আমরা নিশ্চিত দুর্বৃত্তরা নরসিংদী শহরের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
শিরোনাম
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
ছিনতাইকারীর গুলিতে বিক্রয়কর্মী নিহত টাকা লুট
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর