সাবেক উপসচিব এ কে এম মোকসেদ আলী খান (এম এ খান) গত বুধবার ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ২ মেয়ে, ৩ ছেলে, ২ জামাতা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামাজিক কাজে রত ছিলেন। তিনি তার নামে এরশাদনগরে মোকসেদ আলী খান জামে মসজিদ এবং মরহুম স্ত্রীর নামে হোসনে আরা মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। এই ধর্মপরায়ণ মানুষটি গরিব-দুঃখীদের মাঝে টাকা-পয়সা দান করে গেছেন। তিনি নিজ গ্রামেও স্কুল, মসজিদ করেছেন। বিজ্ঞপ্তি।