নোয়াখালী সদরের আণ্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেমকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাংলাবাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। এ সময় তার বুকে ও হাতের নিচে দুটি গুলি লাগে। গুরুতর অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাসেম বাংলাবাজার এলাকার মো. আবু ছায়েদের ছেলে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হাসেম শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় বাজার থেকে বাড়ি ফেরার সময় তার বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ ও তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় আবুল হাসেমকে মৃত বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ধারণা করা হচ্ছে, অন্তঃকোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন জানান, রাত ১টা ১০ মিনিটে হাসেমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দলীয় কোন্দল নাকি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা বলেন, ধারণা করা হচ্ছে, অন্তঃকোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর