নোয়াখালী সদরের আণ্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেমকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাংলাবাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। এ সময় তার বুকে ও হাতের নিচে দুটি গুলি লাগে। গুরুতর অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাসেম বাংলাবাজার এলাকার মো. আবু ছায়েদের ছেলে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হাসেম শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় বাজার থেকে বাড়ি ফেরার সময় তার বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ ও তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় আবুল হাসেমকে মৃত বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ধারণা করা হচ্ছে, অন্তঃকোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন জানান, রাত ১টা ১০ মিনিটে হাসেমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দলীয় কোন্দল নাকি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা বলেন, ধারণা করা হচ্ছে, অন্তঃকোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার