শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৬৬ জন সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

দশম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ১৬৬ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১ মার্চ থেকে প্রজ্ঞাপনে বর্ণিত কর্মস্থলে তাদের যোগ দিতে বলা হয়েছে। এর আগে গত বছর ৩ এপ্রিল এই ১৬৬ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিল নিয়োগ-সংক্রান্ত কমিটি। প্রজ্ঞাপনে বলা হয়, এই ১৬৬ জন বিচারক দুই বছর শিক্ষানবিস স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার বৃদ্ধি করা হতে পারে। শিক্ষানবিস মেয়াদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার তাদের নির্ধারিত এক বা একাধিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য পাঠাতে পারে, যেখানে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া বিভাগীয় পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, কোনো শিক্ষানবিস বিচারকের মেয়াদ চলাকালে যে কোনো সময় বা তা শেষ হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ যদি মনে করে, তার আচরণ ও কর্ম সন্তোষজনক নয়, তাহলে শিক্ষানবিস বিচারকের চাকরির অবসান ঘটাতে পারে।

সর্বশেষ খবর