শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কঙ্গো শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত বুধবার কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কোর ফোর্স কমান্ডার লে. জেনারেল ইলিয়া রর্ডিগেজ মার্টিনস্ ফিলহোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশি সেনা সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। সেনাবাহিনী প্রধান কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন এবং দরবারে সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পৃথকভাবে কন্টিনজেন্টগুলোর অফিসারদের উদ্দেশেও বক্তব্য দেন।

এ ছাড়াও সেনাবাহিনী প্রধান কঙ্গোর ইতুরি প্রদেশের গভর্নর মি. প্যাসিফিক কেটা উপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর