শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

সাদা মনের আবদুল মজিদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিশিষ্ট সমাজসেবক পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর পঙ্গু শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদা মনের মানুষ আবদুল মজিদ (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুরে থাকা কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরে বারনই নদী, পূর্বে বিদিরপুর খাল, পশ্চিমে পাকা রাস্তা, দক্ষিণে মাঠ, বিশাল ক্যাম্পাসে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান যেমন মানব সেবার একটি অনন্য দৃষ্টান্ত, তেমনি এখানকার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। আবদুল মজিদকে তার এই অসাধারণ কাজের জন্য শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ ২০০৬ সালে সংবর্ধনা প্রদান করে। পরের বছর অর্থাৎ ২০০৭ সালে ইউনিলিভার লিমিটেড তাকে সাদা মনের মানুষ হিসেবে সম্মাননা দেয়।

সর্বশেষ খবর