বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পিডিবির সাবেক দুই সিবিএ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিবিএর সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। পিডিবির দুটি পাজেরো গাড়ি ১০ বছর ধরে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক মো. খলিলুর রহমান মামলাটি করেন। জহিরুল পিডিবির সাবেক সহকারী হিসাবরক্ষক, মো. আলাউদ্দিন মিয়া সংস্থাটির সাবেক স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। কিন্তু জহিরুল ইসলাম চৌধুরী ও আলাউদ্দিন নিজেদের ভিআইপি দাবি করে সিবিএ নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১০ সাল  থেকে ২০১৯ সাল পর্যন্ত দুটি পাজেরো গাড়ি ব্যবহার করেন। জহিরুল ও আলাউদ্দিন গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ সরকারের ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করেন। জহিরুল পিডিবি থেকে ২০১৮ সালে অবসরে যান, আলাউদ্দিন ২০১৭ সালে অবসর নেন। অবসরে গিয়েও তারা গাড়ি দুটি জমা দেননি। পরে কমিশনে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি গাড়ি দুটি উদ্ধার করে দুদক টিম।

সর্বশেষ খবর