রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অনুমতি দিলে বাসায় গিয়ে মশার ওষুধ স্প্রে : মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, নগরের বাসিন্দারা অনুমতি দিলে তাদের বাসায় গিয়ে এডিস মশা ধ্বংসের ওষুধ স্প্রে করা হবে। গতকাল নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে পৌরকর-দাতাদের মাঝে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মেয়র খোকন বলেন, ‘এডিস মশা বাইরে থেকে আসে না; এটা বাসার ভিতরে, ফুলের টবে, খাটের নিচে বাসা বাঁধে, জমে থাকা পানিতে ডিম দেয়। এজন্য আমরা চেষ্টা করছি বাসাগুলোতে কাজ করার। তা ছাড়া বাড়ির মালিক যদি অনুমতি দেন, তাহলে বাসায় গিয়ে স্প্রে করে আসব। দুর্যোগপূর্ণ সময়ে আমরা সবার সহযোগিতা চাই।’ তিনি আরও বলেন, ‘এডিস মশার প্রাদুর্ভাব শুধু বাংলাদেশে নয়, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ ১২৬টি দেশে রয়েছে। আমরা মার্চে এডিস মশা ধ্বংসে কাজ শুরু করেছি, যা এখনো চলছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর