শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়। গত মাসেও সেখানে এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে যখন স্কুলে গুলিবর্ষণে ছাত্রছাত্রীরা হতাহত হয়, পাকিস্তানে শিয়া মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, তখন কি তারা সব সময় উদ্বেগ প্রকাশ করেন? বুয়েটে ছাত্র নিহত হওয়ার ঘটনা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত। যুক্তরাষ্ট্রে প্রতি বছর শত শত ছাত্রছাত্রী হতাহত হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় (২০১৭-২০১৯) প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সাংবাদিকদের এ সংগঠনের সভাপতি দৈনিক করতোয়া বার্তার সম্পাদক মাহমুদুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েকটি বিদেশি মিশন আবরার হত্যাকান্ডের পর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ আমাদের সব উন্নয়ন-সহযোগী রাষ্ট্রকে তাদের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই, এ বিষয়ে তাদের মন্তব্য অনভিপ্রেত।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার বক্তব্যে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের বিবেক তৈরির অন্যতম কান্ডারি হিসেবে উল্লেখ করার পাশাপাশি দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সম্পাদিত চুক্তির বিষয়ে বিবিসি বাংলা অনলাইনসহ কয়েকটি সংবাদমাধ্যম অসত্য সংবাদ প্রকাশ করেছিল।’

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান বলেন, ‘আমার-আপনার হারানো সন্তানকে পুঁজি করে কোনো সুবিধাবাদী নোংরা রাজনীতি করবেন না, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। আর যদি তা করেন, তাহলে সফল হবেন না।’

সর্বশেষ খবর