বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এ সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়

------- নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকার জানে বিএনপি ক্ষমতায় এলে তাদের কী হবে। সারা দেশে যে নৈরাজ্য চালাচ্ছে এর পরিণতি কী হবে। তাই এ সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়। ক্ষমতা ছাড়ার কথা ভাবলেই ভয় পায় আওয়ামী লীগ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (জেটেব) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না, সেই আপনাকেই কেন ক্ষমতায় থাকতে হবে? নজরুল ইসলাম বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বর্তমান সরকার বেগম খালেদা জিয়া একজন বয়স্ক, অসুস্থ মানুষ, তার ওপরে যে অমানবিক নির্যাতন করছে। এতেই বোঝা যায় এ সরকার কতটা অমানবিক। আমরা শিগগিরই তীব্র আন্দোলন গড়ে তুলে বেগম জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। পিয়াজের বাড়তি দাম প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, যে সরকার পিয়াজের দাম কন্ট্রোল করতে পারে না তারা দেশ কীভাবে কন্ট্রোল করবে। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। লবণের দাম, চালের দাম, পিয়াজের দাম, সবজির দাম সবকিছুর দামই সাধ্যের বাইরে চলে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর