শিরোনাম
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজতের তাণ্ডবকারীদের গ্রেফতারে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, তান্ডবকারীদের গ্রেফতার না করলে আগামী ১৫ রজমান সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। বৈঠকে আরও বক্তব্য রাখেন মুফতি শাহাদাত হোসাইন, কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, মাওলানা মোস্তফা চৌধুরী, আবুল খায়ের ওয়াহেদী প্রমুখ।

মাওলানা ইসমাইল হোসাইন আরও বলেন, হেফাজতের তান্ডবে ২৬টি তাজা প্রাণ ঝরল। শতকোটি টাকার জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ৪৯টি মামলায় এজাহারনামায় ২৮৮ জন ও অজ্ঞাতনামাসহ ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এই অবস্থায় সরকারের সঙ্গে কোনো সংলাপের উদ্যোগ না নিয়ে হেফাজতে ইসলাম কেবল প্রতিশোধ পরায়ন হয়ে উঠেছে।

সর্বশেষ খবর