বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাতে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে ও নিজ বাড়ির সামনে দু’দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মকবুল আহমাদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমিরের দায়িত্ব পান তিনি। পরে ২০১৯ সালে তার স্থলাভিষিক্ত হন ডা. শফিকুর রহমান। এ ছাড়াও তিনি বিভিন্ন সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর