শিরোনাম
মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইভিএমে কোনো দলের নির্বাচনে যাওয়া ঠিক নয় : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচনের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ইভিএমে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত নয়। তিনি আবারও অভিযোগ করেন যে, ইভিএমের কারসাজিতে তিনি হেরেছেন। তৈমূর বলেন, তিনি যে কোনো অবস্থায় বেগম খালেদা জিয়ার পক্ষে থাকবেন। নিজের গ্রেফতার হওয়া কর্মী-সমর্থকদের জামিনে মুক্ত করতে আইনজীবীর ভূমিকা পালন শেষে তৈমূর গতকাল আদালত প্রাঙ্গণে কথা বলছিলেন। তৈমূর আরও বলেন, যারা গ্রেফতার হয়েছেন নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য তাদের গ্রেফতার করা হয়। এতে তিনি ফলস পজিশনে পড়ে যান। তৈমূর বলেন, গ্রেফতার হওয়া আমার সমর্থকদের মধ্যে একজনের নাম জয়দেব মন্ডল।

তাকেও ধরে হেফাজতের মামলায় আসামি করা হয়েছে। তাহলে কি হিন্দুরাও হেফাজত করে? যারা জজ মিয়া নাটক বানিয়েছিল। সেই পুলিশ অফিসাররাই সরকারকে খুশি করতে এসব নাটক করে আমার লোকজনকে জেলে নিয়েছে।

সর্বশেষ খবর