বৈরী আবহাওয়ার কারণে বাংলাদশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হওয়ার কারণে গতকাল সকালের দিকে ঢাকাগামী দুটি আন্তর্জাতিক বিমানের গতিমুখ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এ দুটি আন্তর্জাতিক বিমানের মধ্যে রয়েছে দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিএস-৩৪২ এবং মাসকাট থেকে ঢাকাগামী সালাম এয়ারের বিমান ওভি-৩৯৭। ছয়জন বিমান কর্মীসহ মোট ১৫৫ জন যাত্রী ছিলেন ইউএস বাংলার বিমানটিতে, অন্যদিকে সালাম এয়ারে ছয়জন বিমান কর্মীসহ ১৮০ জন যাত্রী ছিলেন। কলকাতা বিমানবন্দর সূত্র জানায়, আবহাওয়ার উন্নতি হলেই কলকাতা থেকে দুটি বিমান ঢাকার উদ্দেশে রওনা দেবে।