সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
এনামী জলসায় বক্তারা

দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র কাগতিয়া মাদরাসা

নিজস্ব প্রতিবেদক

দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র কাগতিয়া মাদরাসা

দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র পরিণত হয়েছে চট্টগ্রামের কাগতিয়া মাদরাসা। বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনার বিকাশের লক্ষ্যে কম্পিউটার ল্যাব, অমূল্য কিতাবের সমৃদ্ধ গ্রন্থাগার, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন ও সুবিশাল খেলার মাঠ, যা এ মাদরাসাকে করেছে অনন্য। শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য এ মাদরাসাকে করেছে সমৃদ্ধ। মূল ক্যাম্পাসের পাশাপাশি বায়োজিদ গাউছুল আজম সিটিতে চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের অগ্রযাত্রায় গুণগত শিক্ষার প্রসারে মাইলফলক সৃষ্টি করেছে। শনিবার বায়োজিদ মহানগর ক্যাম্পাসে কাগতিয়া কামিল এমএ মাদরাসার ৮৮তম এনামী জলসায় বক্তারা এসব কথা বলেন। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে জলসায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, চাঁদপুর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. দেলওয়ার হোসেন খান, মাওলানা মোহাম্মদ কারিমুল মওলা, মাওলানা মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।

সর্বশেষ খবর