বন্দর নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল মধ্যপ্রাচ্যের বিখ্যাত সুগন্ধি উৎপাদনকারী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস। গতকাল সন্ধ্যায় নগরীর খুলশী টাউন সেন্টারে চট্টগ্রামের প্রথম আউটলেটের যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আল হারামাইনের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ বলেন, ‘চট্টগ্রামে আল হারামাইনের অনেক ক্রেতা রয়েছেন। তারা আউটলেট খুলতে প্রতিনিয়ত অনুরোধ করে আসছিলেন। আমরাও চাইছিলাম এখানে একটা আউটলেট হোক।’ তিনি বলেন, ‘এ আউটলেটের মাধ্যমে নতুন ১০ ধরনের সুগন্ধি বাজারে আনা হয়েছে। এগুলো পরে দেশের সব আউটলেটে পাওয়া যাবে।’ উদ্বোধন উপলক্ষে খুলশী আউটলেটে তিন দিন সব সুগন্ধির ওপর ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, খুরশিদ জাহান রশিদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সংযুক্ত আবর আমিরাতের প্রতিষ্ঠিত আল হারামাইন বিখ্যাত পারফিউমস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির শতাধিক আউটলেট রয়েছে। গতকাল উদ্বোধন হওয়া আউটলেটটি আল হারামাইনের বাংলাদেশের ৮ম ও চট্টগ্রামের প্রথম।