শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১ জন মারা গেলেন। গতকাল স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বর্তমানে ৫০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার বাইরের। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে ৭৩৫ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন। বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর