সাবেক স্বরাষ্ট্র ও বস্ত্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মতিন চৌধুরীর একাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।