বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মাওলানা রেজাউল হক সভাপতি ও মুফতি ছালেহ সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের অংশগ্রহণে রবিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক। এতে শপথ পাঠ করান দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ।