বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ৩০ এপ্রিল ২০২৫ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘হজযাত্রীদের জন্য মোবাইল App, হজ প্রিপেইড কার্ড ও মোবাইল ফোনে রোমিং সুবিধা প্রদান’ শীর্ষক বিজ্ঞাপন ছাপা হয়। এতে ‘Labbaik’ মোবাইল App-এর নাম মুদ্রণজনিত ত্রুটিতে ‘খধননধরশ’ ছাপা হয়েছে। প্রকৃত পক্ষে App-এর নাম হবে ‘Labbaik’, এ ত্রুটির কারণে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-কর্তৃপক্ষ