‘বিএনপি মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যে কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলামের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনাদের অবদান আমি কখনো অস্বীকার করি না। কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যে কথাটা বললেন, মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি। এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে।’
তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতা, যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অসভ্য উক্তি, বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে।’
জামায়াতে ইসলামীর উদ্দেশে ফারুক বলেন, ‘এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি। আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে।’ তিনি বলেন, ‘আমরা নতুন করে ইতিহাস বলতে চাই না। আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকেন।’