কথা ছিল গত শুক্রবার সন্ধ্যায় ফাহিমা আক্তারের বিয়ের আকদ অনুষ্ঠানের। ভাইয়ের শ্বশুর বাড়িতে শুক্রবার দুপুরে দাওয়াত খেয়ে সন্ধ্যায় আকদ অনুষ্ঠানে যোগদান করার কথা সদালাপী বন্ধুসুলভ আচরণের অধিকারী জোড্ডা আলিম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ফাহিমার। বর উপজেলার দৌলখাঁড় গ্রামের জনৈক মাদ্রাসা প্রভাষক। কিন্তু একটি দুর্ঘটনা মুহুর্তেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল। বান্ধবীদের দাওয়াতও করে অনুষ্ঠানে থাকার বার বার অনুরোধ জানিয়েই সিএনজিতে চড়ে ভাইয়ের শ্বশুরবাড়ি নাঙ্গলকোটের ঠোল্লা পাড়া দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে বিদ্যুতের এগারো হাজার কেভি লাইনের একটি তার ছিঁড়ে সিএনজির উপর পড়লে তাৎক্ষণিক সিএনজিতে আগুন ধরে ফাহিমা আক্তারসহ তার পিতা মাওলানা আবু তাহের, ভাই মাওলানা আবু বায়েজিদ ও সিএনজি ড্রাইভার গোলাম সরওয়ার ঘটনাস্থলে নিহত হয়। তাদের গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে। গত শুক্রবার দুপুর ১২টায় নাঙ্গললকোট উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা নামক স্থানে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মুহুর্তেই খবর পেয়ে হাজার-হাজার মানুষ ঘটনাস্থলে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সূচনা ঘটে। উপস্থিত জনতা পল্লী বিদ্যুতের টেকসই কাজের দাবী জানান।
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        