২৬ নভেম্বর, ২০১৮ ১৯:৪২

বিএনপি-জামায়াতসহ ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক অভিযোগ করছেন

মোহাম্মদ এ. আরাফাত

বিএনপি-জামায়াতসহ ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক অভিযোগ করছেন

মোহাম্মদ এ. আরাফাত

বিএনপি-জামায়াতসহ ঐক্যফ্রন্টের নেতারা এবং বাংলাদেশের কিছু সুশীল ব্যক্তি দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার পরিস্থিতি, নির্বাচনী ব্যবস্থা এবং কাজের পরিবেশ নিয়ে সারাক্ষণ দেশে বিদেশে অপপ্রচার করে বেড়াচ্ছেন। জামায়াত-বিএনপি জোটের এসকল মিথ্যাবাদীদের অপপ্রচারে শুধু দেশে নয়, বিদেশেও অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। 

তবে, ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের একটি বড় দল বাংলাদেশ সফর করে বলেছেন যে- তাদের কিছু ভুল ধারণা ছিল, এদেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে কিন্তু পর্যবেক্ষণের পর তাদের ধারণা বদলে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের অনেকেই বলেছেন- ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখেছেন এবং তাদের মতে এই মুহূর্তে এখানে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে।

তারা আরও বলেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যথেষ্ট গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে।’
   
ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের বক্তব্য থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, বিএনপি-জামাতসহ ঐক্যফ্রন্টের নেতারা অহেতুক অভিযোগ করছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর