২৬ মার্চ, ২০১৭ ১০:০৯

অস্ট্রিয়ায় গণহত্যা দিবস পালিত

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ায় গণহত্যা দিবস পালিত

জাতীয় গণহত্যা দিবসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংকলেকারগাসে ২৫ মার্চ শনিবার রাত ৮টায় প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার অয়োজন করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের স্বাধীনতা সংগ্রামে শহীদ ও গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, জালালাবাদ-অস্ট্রিয়া সমিতির সভাপতি গাজী মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক ইয়াসিম মিয়া বাবু, সদস্য সচিব সাইদ শেখ প্রমুখ।

বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর