বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি স্থানীয় রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সিনিয়র নেতা দাতো সেরী মোঃ শহীদ উল্যাহ শহীদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. লিওরণা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ বোরহান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জোসেবুল আলম বিপ্লব, জহিরুল ইসলাম জহির, মাহফুজ আহমেদ, মোহাম্মদ নয়ন, লাভলি আক্তার, বাবুল আহমেদ, জুয়েল রানা, মুস্তাফিজ, মাসুদ, সাইফুল ইসলাম ও ইকবাল প্রমুখ।
বক্তারা বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস, দেশের গণতন্ত্র রক্ষায় দলটির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ ও শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি সমর্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা