পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষে ধানিসাফা বাজারে বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধানিসাফা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেপারি এবং সঞ্চালনায় ছিলেন ধানিসাফা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সাংবাদিক নেতা এইচ এম আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানিসাফা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফায়েল হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাসির হাওলাদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম মোল্লা, বিএনপি নেতা সিদ্দিক খলিফা ও সাফা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেজন মাহমুদ সজিব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমএস