টাঙ্গাইলের গোপালপুরে চলন্ত বাসের ধাক্কায় হায়দার আলী (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়দার আলী গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী 'শালবন সুপার' নামের একটি বাস ২০১ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিল। নবগ্রাম বাজারে মোড়ে বাসটি ঘুরানোর সময় রাস্তা পার হতে যাওয়া হায়দার আলী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিক গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/মুসা