চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছমদ মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে টিন, চাল ও নগদ অর্থসহ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় পিপি রাজ্জাক বলেন, শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে পাঁচটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার খবরটি গতকাল (সোমবার) পাওয়ার সাথে সাথে আজ (মঙ্গলবার) আমি ছুটে এসেছি। আমরা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ প্রদান করেছি। এ সামান্য টিন ও নগদ অর্থ এ পরিবারগুলোর এত বড় ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব হবে না। তবে তাদের এ ক্ষয়ক্ষতি লাঘবে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা এ সহযোগিতা করে যাবো। যাতে দ্রুত তারা এ ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো:জাহিদ উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাছেল, সৈয়দ নুর, শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুবেল,মহিলা ইউপি সদস্য শামশুজ্জামান, মো. ইউসুফ চৌধুরী, এহসান হাবিব, ফায়েজ, ছাত্র নেতা রাফি, মো কফিল, জকরিয়া ও ব্যাংক কর্মকর্তা শাহেদুল কবির, জহির, মনিরুল্লাহ ও রাকিবসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে শেখেরখীলের ৯নং ওয়ার্ড সমদ বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে মো. ছগির, জাফর আহমদ, মাওলানা ওসমান ও ফজল কাদেরের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
বিডি প্রতিদিন/জুনাইদ