জাতীয় নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাঞ্চন পার্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আবু নাসের বলেন, “দীর্ঘ দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এক বছরে ফ্যাসিবাদের বিদায় হলেও এখনো ভোটাধিকার ফিরে পায়নি জনগণ। ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এখনও গভীর ষড়যন্ত্র চলছে। তবে দেশের জনগণ এখন অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে।”
তিনি আরও বলেন, “দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান সংকট উত্তরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হলো অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই দেশের মানুষের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা