রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে ছয় বার সংশোধিত তফসিলে মনোনয়নপত্র বিতরণের সময়ও বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে মনোনয়নপত্র বিতরণ আরও একদিন বাড়ানো হয়েছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত তফসিল অনুসারে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও ডোপটেস্ট, ৪ ও ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ৮-৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর, আপত্তি ও নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দাবি আদায়ের পর শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, অধিকার আদায়ে রাজপথের লড়াকু যোদ্ধা ছাত্রদল। সকল বাধা উপেক্ষা করে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের আন্দোলন সেটা আবারও প্রমাণ করেছে।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যাল ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবিতে বিক্ষোভ হয়েছে।
এতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডোপটেস্টের সময় বাড়ানোর কথা জানানো হয়। সেদিন সকাল ৮টা থেকে ১১টা বাদ পড়া পদপ্রার্থীদের এ টেস্টের নমুনা সংগ্রহ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত