গাঁজা ও গুজবের নৌকা নাকি পাহাড় ডিঙায়। চারদিকে যখন গুজবের ছড়াছড়ি সেই অস্বস্তিকর অবস্থায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেনাপ্রধান সম্প্রতি চীন সফর করেছেন। প্রথা অনুযায়ী এ ধরনের সফর শেষে রাষ্ট্রপতি ও সরকারপ্রধানকে অভিহিত করা হয়। সে উদ্দেশ্যে রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রুটিনওয়ার্ক হলেও ইতোমধ্যে চারদিকে নানা গুজব ছড়িয়ে পড়ায় তা বিশেষ তাৎপর্যও বহন করছিল। সব সংশয় কাটাতে সেনাপ্রধান চীন সফরের অভিজ্ঞতা এবং সে দেশের সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন দেশের আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রমসহ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বৈঠককালে প্রধান উপদেষ্টা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বলেন, তিনি এমন একটি নির্বাচন উপহার দিতে চান যা অনন্য হয়ে উঠবে। নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনের দৃষ্টান্ত স্থাপন করবে। এর ফলে গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশও তৈরি হবে। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। স্পষ্ট করেন, সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে নির্বাচনের আয়োজন করা হয়েছে, সে বিষয়ে সরকারের কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। যারা গুজব ও গাঁজার নৌকার পাহাড় ডিঙানোর তত্ত্ব হাজির করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছিলেন তাদের মুখে চপেটাঘাত হেনেছে রাষ্ট্রের সব পক্ষের ঐকমত্য। ফেব্রুয়ারির প্রথম ভাগে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রত্যাশা জনমনে গড়ে উঠেছে তা পূরণেও শক্তি জোগাবে।
শিরোনাম
- ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত
- ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
- হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- টরন্টোতে বিভিন্ন দাবিতে সিলেট প্রবাসীদের মানববন্ধন
- আজ থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আবেদন শুরু
- ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর
- ডাকাতি-ছিনতাই, নদীতে লাশ বেড়েছে
- জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
- জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
- সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে
- মধ্যরাতে উত্তাল বুয়েট, বিক্ষোভ ঢাবিতেও
- লিবিয়া তহবিল কেলেঙ্কারিতে ৫ বছরের সাজা, কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
সেনাপ্রধানের আশ্বাস
সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর