দিনাজপুর সদরের ছয়টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ‘আদর্শ ইউনিয়ন’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এবং দিনাজপুর এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে আউলিয়াপুর, শেখপুরা ও আস্করপুর ইউনিয়নকে শিশু শ্রমমুক্ত এবং ফাজিলপুর, সুন্দরবন ও উথরাইল ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের মাঝে সচেতনতা তৈরি করে সমাজ থেকে এ ধরনের অনাচার দূর করা সম্ভব।”
তিনি আরও জানান, বাল্যবিবাহ ও শিশু শ্রম নিরসনে ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যদের আরও ক্ষমতায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো. আলমগীর হায়দার, কাজী সমিতির সভাপতি কাজী মো. আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম ও দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরুবিম বাক্লা।
শুভেচ্ছা বক্তব্য দেন ফাজিলপুর ইউনিয়নের পক্ষে মো. সিরাজুল ইসলাম, উথরাইল ইউনিয়নের আলহাজ্ব রুহুল আমিন, আউলিয়াপুর ইউনিয়নের মো. গুলজার হোসেন ও শেখপুরা ইউনিয়নের মো. নুর আলম। শিশু প্রতিনিধি মো. আল মমিন ও নুসরাত জাহান মিতু বাল্যবিবাহ ও শিশু শ্রম নিরসনে ঘোষণাপত্র পাঠ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার জন পল স্কু ও ইস্টেলা সরেন।
বিডি প্রতিদিন/নাজিম