নেপালে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটি থেকে বলা হচ্ছিল হামজাকে ম্যাচে পেতে কোনো সমস্যা হবে না। ঢাকায় আসতে না পারলে সরাসরি নেপালে দলের সঙ্গে যোগ দেবেন। ক্যাম্পে বসুন্ধরা কিংসের খেলোয়াড় যোগ না দেওয়ায় বাফুফের কর্মকর্তাদের সে কি ভাব। তাদের কথাবার্তায় মনে হচ্ছিল খেলোয়াড় না পাঠিয়ে কিংস অন্যায় করে ফেলেছে। অথচ প্রীতি ম্যাচের ক্যাম্পে কতদিনের মধ্যে খেলোয়াড় ছাড়তে হয় তার নিয়ম রয়েছে। না জেনে না বুঝে অযথা মিডিয়ার সামনে গলা ফাটিয়েছেন কয়েকজন কর্মকর্তা। নিয়ম জানেন বলেই বাফুফে সভাপতি এ ক্ষেত্রে টু-শব্দ করেননি। নিয়ম মেনেই তো কিংসের খেলোয়াড়রা সঠিক সময়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। এখন হামজার বেলায় কী হবে? কেউ কেউ আবার বলছেন, নেপালের ম্যাচের কথা তা হয়তো হামজাকে বলাই হয়নি। বলবে কীভাবে, যোগাযোগ করার সামর্থ্য তো থাকতে হবে। যাক ধরে নিলাম, হামজা জানতেন দুই প্রীতি ম্যাচের কথা। কিন্তু হামজা খেলবেন কি খেলবে না তা নিয়ে অনিশ্চয়তা কেন? ম্যাচ তো একেবারে সামনে এ নিয়ে কর্মকর্তাদের স্পষ্ট কোনো বক্তব্য নেই। যারা জাতীয় দলের দায়িত্বে আছেন তারা কি ইন্টারনেটের যুগেও জানেন না হামজা এখন চোটে আক্রান্ত? বার্মিংহামের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরির শিকার হয়েছেন। খেলাটা ইংলিশ দ্বিতীয় বিভাগ লিগের। কিন্তু হামজা তো বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। চোট কতটা গুরুতর বা কেমন আছেন তার খোঁজ কি কেউ নিয়েছেন। টেলিফোন নাকি করলেই ধরেন। কেউ হামজাকে ফোন করেছিলেন। আচ্ছা হামজা যে প্রীতি ম্যাচ খেলতে আসবে তাকে পাওয়ার জন্য লেস্টার সিটিকে কোনো চিঠি দেওয়া হয়েছিল? শোনা যাচ্ছে হামজার সঙ্গে বাফুফের কোনো যোগাযোগই নেই। কয়েক দিন পর নেপালে ম্যাচ অথচ হামজা খেলবে কি না সেই জবাব বাফুফের কেউ দিতে পারছেন না। সবাই বলছেন, বিষয়টি সভাপতিই ভালো বলতে পারবেন। এ হচ্ছে ফুটবল কর্মকর্তাদের যোগ্যতা!
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
হামজাকে নিয়ে অনিশ্চয়তা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর